ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

৪১ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
৪১ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

ঢাকা: মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

সোমবার (১২ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।


 
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বাংলানিউজকে এ তথ্য জানান।
 
পর্যায়ক্রমে সব বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
 
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সালের ৮ নম্বর আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাদের (বীরাঙ্গনা) তালিকা রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ এর ক্ষমতাবলে গেজেট আকারে প্রকাশ করলো।
 
সাধারণ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হলেও বিশেষ এই মুক্তিযোদ্ধাদের চলতি বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বীরাঙ্গনা তালিকা-১
বীরাঙ্গনা তালিকা-২
বীরাঙ্গনা তালিকা-৩

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫/আপডেট: ১৩২৮
এমআইএইচ/এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।