সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আলাল মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে র্যাব-৯ এর সদস্যরা তাকে আটক করে।
আটক আলাল সুনামগঞ্জ সদর উপজেলার সাখাইত গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
র্যাব সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের তেঘরিয়া এলাকায় র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আলালকে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএম