ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের দাদীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের দাদীর মৃত্যু মোছা. শামসুন্নাহার মৃত্যুবরণ

মাগুরা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখরের দাদী মোছা. শামসুন্নাহার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মাগুরা শহরের ঢাকার রোডের বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর।

তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের মরহুম মওলানা হাবিবুর রহমানের স্ত্রী ও মাগুরা আসনে চার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামানের মা।

মরহুমার নাতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু বাংলানিউজকে জানান, সোমবার বাদ আসর জানাজা শেষে মাগুরা ভায়নারমোড় পৌর গোরস্থানে তার দাদীর মরদেহ দাফন করা হবে।

স্বজন ও এলাকাবাসীকে জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।