ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
নাজিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে এনামুল শেখ (৩৪) নামে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত এনামুল শেখ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত ছ‍ত্তার শেখের ছেলে।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার পাল বাংলানিউজকে জানান, ২০০৪ সালে নাজিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ২০১৫ সালের এপ্রিল মাসে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক এনামুলকে ১৭ বছরের সাজা দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এনামুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।