ঢাকা: বেতন স্কেল ১১তম থেকে ১০ম স্কেলে উন্নীত করাসহ ৪ দাবি জানিয়েছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনের সভাপতি ডা. মো. সামসুল হুদা বলেন, আমাদের মতো একই কোর্সধারী ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনেকে আগেই বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে ভোগ করে আসলেও, আমরা এ সুবিধা থেকে বঞ্চিত।
সামসুল হুদা বলেন, আমাদের পদটি ব্লক পোস্ট হিসেবে রাখার কারণে আমরা পদোন্নতি থেকেও বঞ্চিত। বর্তমানে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করা হয়েছে। এতে সেবাদানকারীর ভেতরে হতাশা ও চাপাক্ষোভ বিরাজ করছে।
তিনি আরও বলেন, আগে আমাদের শিক্ষার্থীদের ইন্টার্ন ভাতা দেওয়া হলেও বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকেও বঞ্চিত। ইচ্ছা থাকলেও তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না।
সংবাদ সম্মেলনে সংগঠনটির জানানো অন্য দাবিগুলো হলো- ব্লক পোস্ট বিধায় সিলেকশন গ্রেড ও টাই স্কেল বহাল রাখা, অনান্য ডিপ্লোমাধারীদের ন্যায় উচ্চশিক্ষার ব্যবস্থা করা ও ১৫০০০ কমিউনিটি ক্লিনিকে নতুন পদ সৃষ্টি করা এবং পূর্বের ন্যায় ইন্টার্র্ন ভাতা চালু করা।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. সিরাজুল ইসলাম বাচ্চু, অতিরিক্ত মহাসচিব ডা. মো. আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. জাকির হোসেন বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আজহার উদ্দিন, ডা. আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবুল কাশেম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এডিএ/জেডএস