ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
নীলফামারীতে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে নীলফামারীর চিলাহাটিতে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।



সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলার কেতকীবাড়ি মকবুলের ডাঙ‍া মোড়ে আলোচনা সভা শেষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও লোককেন্দ্র ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক হুমায়ুন কবির মঞ্জু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিক ও প্রত্যাশা লোককেন্দ্র ভোগডাবুড়ীর শায়লা বেগম।

সভায় খাদ্য অধিকার আইন বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন লোক ফোরাম সদস্য মোকাদ্দেশ হোসেন লিটু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, খাদ্য আইন বাস্তবায়নের দাবিটি সংসদে উত্থাপন করাসহ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনব।  

আলোচনা সভার আগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মকবুলের ডাঙ‍া মোড়ে মানববন্ধনে মিলিত হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে খাদ্য আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী বাংলানিউজকে জানান, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), একশন এইড বাংলাদেশ ও তার সহযোগী পার্টনাররা দেশব্যাপী খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।