ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে ছবি: সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার থেকে স্থানীয় সরকারের সবস্তরের নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যানার ব্যবহার করবেন প্রার্থীরা।



এ বিধান রেখে সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ সংশোধন আইন-২০১৫, উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১৫, জেলা পরিষদ সংশোধন আইন-২০১৫ ও সিটি করপোরেশন সংশোধন আইন-২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পাশাপাশি স্থানীয় সরকারের পৌরসভা সংশোধন আইনের খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন-২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৫, জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৫ এবং সিটি করপোরেশন (সংশোধন) আইন-২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আর স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন-২০১৫ খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাব ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।

ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন আইনের খসড়াগুলো ভেটিংয়ের পর আইন আকারে পাস করতে সংসদে উত্থাপন করা হবে। আর পৌরসভা নির্বাচন আসন্ন। এই সময়ের মধ্যে এটি সংসদ অধিবেশনে আইন আকারে পাস করার সময় থাকছে না। তাই পৌরসভা সংশোধন আইনের খসড়াটি ভেটিংয়ের পর অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাব অনুমোদন দিলো মন্ত্রিসভা। এর ফলে স্থানীয় সরকারের সবস্তরের নির্বাচন দলীয় ভিত্তিতে করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন কার্যকর হওয়ার পর স্থানীয় সরকারের সবস্তরের নির্বাচন দলীয় ভিত্তিতে হবে। দলীয় প্রতীকেই প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন।
 
সংশোধন প্রস্তাবে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনের মেয়াদ পার হয়ে গেলেও নির্বাচিত প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। এখন থেকে আর তা হবে না। মেয়াদের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান না হলে সরকার প্রশাসক নিয়োগ করবে।
 
সিটি করপোরেশনেও আগে নির্বাচন না হলে প‍ূর্বে নির্বাচিত প্রতিনিধিরাই থাকতেন। বর্তমানে প্রশাসক নিয়োগ করা হয়। আইন কার্যকর হওয়ার পর থেকে একইভাবে ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং পৌরসভায়ও প্রশাসক নিয়োগ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫/আপডেট ১৫২৯ ঘণ্টা
এসএমএ/এইচএ/

** সড়কের জমি লিজ নেওয়া যাবে
** নার্স নিয়োগের বয়সসীমা ৬ বছর বাড়লো
** আরও ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পাচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।