সাভার: সাভারের আশুলিয়ায় গাড়ি চাপায় ফুলবানু (৩২) নামে এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে তিনটি গাড়িতে আগুন দিয়েছে কারখানার অন্যান্য শ্রমিকরা। এসময় তারা আরও কমপক্ষে ২০টি যানবাহনে ভাংচুর চালায়।
সোমবার (১২ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবানু জামগড়া এলাকার পলমন গ্রুপের আয়েশা ক্লোদিং নামে তৈরি পোশাক কারখানার অপারেটর ছিলেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শিরা বলেন, কারখানায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় গ্রামীন সেবা পরিবহনের একটি হিউম্যান হলার ওই পোশাক শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ ছেড়ে মহাসড়কে নেমে আসে এবং রাস্তা অবরোধ করে কমপক্ষে ২০টি যানবাহনে ভাংচুর চালায়।
এসময় তারা গ্রামীন সেবা পরিবহনের তিনটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
এক পর্যায়ে পলমল গ্রুপের শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে আশেপাশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে এলে পলমল গ্রুপ, ইউনির্ভাস লিমিটেড, ফ্যাশন ইট লিমিডেট, ডিজাইনার জিন্স, এনভয় গ্রুপ, স্টারলিংক ক্রিয়েশনসহ প্রায় ১৫টি তৈরি পোশাক কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে শ্রমিকদের অবরোধে অচল হয়ে পড়ে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক। পরে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন কাদের বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, হিউম্যান হলার চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এটি