ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে আদি যমুনা নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
শ্যামনগরে আদি যমুনা নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আদি যমুনা নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি দল এই কর্মসূচির আয়োজন করে।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি দলের উপদেষ্টা বিপ্রকাশ মণ্ডল, সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান, গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র কর্মসূচি কর্মকর্তা মননজয় মণ্ডল, সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পী, শেখ আফজালুর রহমান, ইউপি সদস্য এসকে সিরাজ, জিএম মনসুর আলম ও মেহেদী হাসান মারুফ।  

বক্তারা বলেন, আদি যমুনা নদীর উপর নির্ভরশীল ছিল এ অঞ্চলের কৃষি, পরিবেশ, প্রতিবেশ, প্রাণবৈচিত্র্য, জীবন জীবিকা, সভ্যতা ও সংস্কৃতি। কিন্তু কালক্রমে নদী সংযোগ খালগুলো ভরাট, অবৈধ দখল ও অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে আদি যমুনা নদী ও নদী নির্ভর মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে। যা রক্ষা করা সম্ভব না হলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা করা সম্ভব হবে না। অবিলম্বে পুনঃখনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আদি যমুনা নদীর প্রবাহ স্বাভাবিক করার আহ্বান জানান তারা।  

এ সময় শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র ও স্থানীয় জনগণ এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।