ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

জামিন আবেদন খারিজ

এমপি লিটনকে ১৮ অক্টোবর নিম্ন আদালতে আত্মসর্মপণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমপি লিটনকে ১৮ অক্টোবর নিম্ন আদালতে আত্মসর্মপণের নির্দেশ ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।



বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (১২ অক্টোবর) এ আদেশ দেন।

এর আগে সকালে শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় লিটনের করা আগাম জামিনের আবেদনের শুনানির সময় দুপুর একটায় তাকে আদালতে আসতে বলেন আদালত। পরে বেলা ১২টা ৫০ মিনিটে হাজির হন এমপি লিটন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন লিটনের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। সঙ্গে ছিলেন এসএম আরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

শুনানিতে মোকছেদুল ইসলাম বলেন, মিডিয়ায় লেখালেখি ও স্থানীয় এলাকায় বিশেষ পরিস্থিতির কারণে তিনি আত্মসমর্পণ করতে পারছেন না।   আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে একজন এমপি হিসেবে হাইকোর্টে জামিনের জন্য এসেছি।

অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, একজন জনপ্রতিনিধি এ কাজ কিভাবে করেন? এমনকি এমপি অপরাধের বিরোধিতা করে কোনো বিবৃতিও দেননি। এছাড়া আপিল বিভাগের নির্দেশনা মতে তাকে আগাম জামিন দেওয়া যায় না। তাই তাকে এখন পুলিশ হেফাজতে তুলে দেওয়া উচিত।

শুনানির এক পর্যায়ে আদালত বলেন, আগে সিনেমায় দেখেছি, সকাল বেলা এভাবে পাখিকে গুলি করতো, কবুতরকে গুলি করতো। এরপর আদালত লিটনের আবেদন খারিজ করে দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদন জানান এমপি লিটনের আইনজীবী এসএম আরিফুল ইসলাম।

গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক তিনি।

শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫ আপডেট সময়: ১৪৪৬ ঘণ্টা
ইএস/এএ/এএসআর/এটি


** এমপি লিটন হাইকোর্টে হাজির
** এমপি লিটনকে দুপুর একটায় হাইকোর্টে হাজিরের নির্দেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।