ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে গ্রাম পুলিশের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
সিরাজগঞ্জে গ্রাম পুলিশের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: চতুর্থ শ্রেণির কর্মচারীর মতো বেতন স্কেল ঘোষণাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের গ্রাম পুলিশের সদস্যরা।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

পরে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী, সদর থানার শাখা সভাপতি আবু সামা, তাড়াশ থানার সভাপতি রনজিত কুমার, বেলকুচি সভাপতি আব্দুল মোন্নাফা, সলঙ্গা থানা সভাপতি জসিম উদ্দিন, রায়গঞ্জ উপজেলা সভাপতি নারায়ণ চন্দ্র দাস, শাহজাদপুর উপজেলা সভাপতি সমশের আলী, উল্লাপাড়া উপজেলা সভাপতি আবুল হোসেন ও কামারখন্দ থানা সভাপতি হাকিম আলী।

এতে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় রাতদিন প্রায় ৭০ রকমের দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশের সদস্যরা। অথচ তাদের নামমাত্র মাসিক বেতন দেওয়া হয়, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে সংসার চালানো খুবই কষ্টকর। ফলে তাদের স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।

বক্তারা অবিলম্বে চতুর্থ শ্রেণির কর্মচারীর মতো গ্রাম পুলিশদের বেতন স্কেল বাস্তবায়ন, অবসরকালীন ভাতা প্রদান, পুলিশ আনছার বাহিনীর সদস্যদের মতো রেশনিং ব্যবস্থা চালু ও ২০১৩ সালে গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকরের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।