ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ভাবীকে গলা কেটে হত্যা, দেবর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বেগমগঞ্জে ভাবীকে গলা কেটে হত্যা, দেবর আটক ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিউলি আক্তার লিলি (২৮) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন তার দেবর।

এ ঘটনার পর স্থানীয়রা দেবর মো. হাছানকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে।



সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের দরফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিলি ওই গ্রামের কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির আব্বাস উদ্দিনের স্ত্রী। আটক হাছান একই বাড়ির জালাল আহমদের ছেলে ও নিহত লিলির দেবর।

স্থানীয়রা জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যান আব্বাস। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা আব্বাসের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখেন হাছান ধারালো অস্ত্র দিয়ে তার ভাবী লিলির গলা কাটছেন। স্থানীয়রা হাছানকে আটক করে থানায় খবর দেন। তবে, কি কারণে লিলিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তারা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও হাছানকে আটক করে।

পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।