ঢাকা: ঢাকা থেকে চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি।
আগামী ১৫ অক্টেবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফরকে স্বাগত জানিয়ে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে রংপুর বিভাগে গ্যাস সরবরাহ, লালমনিরহাট বিমানবন্দর চালু, বালাসী নৌ বন্দর প্রকল্প বাস্তবায়ন ও সুন্দরগঞ্জ-চিলমারী সেতুর কাজ দ্রুত বাস্তবায়নসহ রংপুর বিভাগের উন্নয়ন আরও ত্বরান্নিত করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।
মানববন্ধনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপুলসহ সংগঠনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমইউএম/এসএস