ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

চ্যাম্পিয়ন অব দ্য আর্থ উদযাপনে ৩ দিনের লোকোৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ উদযাপনে ৩ দিনের লোকোৎসব প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পাওয়া উপলক্ষে তিন দিনব্যাপী লোকোৎসব আয়োজন করছে ‘বাংলার মুখ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে।



প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে লোকমেলা। অনুষ্ঠান মঞ্চে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিবেশিত হবে সংগীত, লোকনৃত্য, সাপের খেলা, বেদেনৃত্য, পালাগান, সং সাজ, উপজাতীয় নৃত্য, হাডুডু ও লাঠি খেলাসহ লোক সংস্কৃতির বিভিন্ন আয়োজন।

এছাড়াও লোকজ খাবার, গয়নাসহ রকমারি সামগ্রীর প্রদর্শনী থাকবে উৎসবে।

অর্থমন্ত্রী আবুল মাল মুহিত অনুষ্ঠান উদ্বোধন করবেন।

রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলার মুখ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশার, সাধারণ সম্পাদক সঞ্জীব দাস অপু, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমইউএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।