চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি পাওয়ার টিলার ও ৯৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার নলবোনা সীমান্ত এলাকার পাকা রাস্তার কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দকৃত ফেনসিডিল ও পাওয়ার টিলারটি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর।