বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভার দারকিপাড়া হয়ে হাজিপুর পর্যন্ত সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সরকার দলীয় স্থানীয় এমপি হাবিবর রহমান আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন।
এ সময় শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহমেদ জুয়েল, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, এলজিইডি’র রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (আরএমএসইউ) গোলাম আজম, কর্মকর্তা মাহবুবুর রহমান, পৌরসভার কাউন্সিলর গোবিন্দ বাগচি, আব্দুল বারী, সচিব দিলীপ মোহন্ত রাখি, প্রকৌশলী শামীম আহমেদ, হুমায়ুন কবির, আ.লীগ নেতা শামীম ইফতেখার, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভুট্টো, ছাত্রলীগ নেতা নূরে আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহমেদ জুয়েল বাংলানিউজকে জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে মিউনিসিপাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় ৯৩ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে সড়কটির পাকাকরণ কাজ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/