ঢাকা: ঢাকার দেবধোলাই খাল দখল করে কার্যালয় তৈরি করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই কাউন্সিলরকে তলব করেছেন হাইকোর্ট।
এছাড়া খাল দখল হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সহকারী কমিশনারকে (ভূমি) তলব করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১ নভেম্বর দুই কাউন্সিলর ও সহকারী কমিশনারকে হাইকোর্টে হাজির হতে হবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন পরিবেশ পদকপ্রাপ্ত আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি জানান, ঢাকার দেবধোলাই খাল দখল করে কার্যালয় তৈরি করার সংবাদ ছবিসহ মিডিয়ায় প্রকাশিত হয়েছে। অপরদিকে টঙ্গীবাড়িতে খাল দখলের প্রতিবেদনও পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ দু’টি প্রতিবেদন যুক্ত করে রোববার (১১ অক্টোবর) হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়।
সোমবার এ আবেদনের শুনানি নিয়ে আদালত তিনজনকে তলব করেন ও খাল দখল বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একইসঙ্গে রুল জারি করেন।
তারা হলেন ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান এবং টঙ্গীবাড়ি থানার সহকারী কমিশনার (ভূমি)।
রুলে খাল দখলকারীদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট), রাজউক চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, যাত্রাবাড়ী থানার ওসি ও সহকারী কমিশনার এবং দুই কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ইএস/জেডএস