ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে কন্যা শিশু দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ফেনীতে কন্যা শিশু দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: “শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” শ্লোগানকে সামনে রেখে ফেনীতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ সেলিম আলদীন মিলনায়তনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জেলা শিশু একাডেমি।



জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক হোসনে আরা চৌধুরী ও ফেনী বিদ্যা নিকেতন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবেদা আক্তার প্রমুখ।

দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় দুইটি বিভাগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভার শেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।