মাদারীপুর: জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছে মাদারীপুর সদর উপজেলার ২৬ ব্যাচের ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তারা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে স্মারকলিপি দেয় তারা।
স্মারকলিপিতে উপজেলা পরিষদে স্থানান্তরিত ১৬ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে।
এছাড়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানি ভাতার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর বাতিল, ক্যাডারের সর্বোচ্চ পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পদে তাদের পদোন্নতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- উপজেলা প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার হাওলাদার, সহ-সভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এস ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাদের সর্দার, এলজিইডির উপজেলা নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কাজী রিয়েলসহ ১৬ দপ্তরের ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা।
এ সময় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম তাদের দাবি দাওয়া সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড