নীলফামারী: নীলফামারীতে মাজেদুল ইসলাম (৪০) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল হাসান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মাজেদুল জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা গ্রামের আছাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, নীলফামারী বাস টার্মিনালে মাজেদুল গাঁজা সেবনের পর এক বাসযাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) এরশাদ আলী বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত মাজেদুলকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড