রাজশাহী: চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিচরেট কর্মচারীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চত্বরে পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ঐক্য পরিষদের রাজশাহী শাখার আনোয়ার হোসেন বলেন, রাজশাহী বিদ্যুৎ বিতরণ বিভাগের পাঁচটি ডিভিশনের ৫২ জন এবং রাজশাহী বিভাগের ৫শ ৫০ জন পিচরেট মিডার ও বিল বিতরণকারী রয়েছেন। তারা দীর্ঘ ১৭ বছর ধরে চাকরি করছেন।
তবুও তাদের চাকরি স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়নি। তারা প্রতিটি বিলের রিডিংয়ের জন্য এক টাকা ৭০ পয়সা ও বিতরণের জন্য এক টাকা ১০ পয়সা করে মজুরি পান।
এই টাকা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মাসুম খান, সহ-সভাপতি মাসুদ রানা ও পলাশ চন্দ্র, লিটন ও রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএস/এসএস