ঢাকা: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকবেন চারজন রবীন্দ্র গবেষক। এমন বিধান রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৫ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এর আগে গত ১১মে আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সোমববার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
এর আগে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে আইনের খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
ছুড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় খসড়াটি উত্থাপন করা হলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চারজন রবীন্দ্র গবেষক থাকবেন। এই নতুন সংযোজিত এই সিদ্ধান্ত ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করে মন্ত্রিসভা।
বাংলাদেশ সময় : ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএমএ/আরআই