ঢাকা: নার্স নিয়োগে বয়সসীমা ৩০ এর পরিবর্তে ৩৬ বছর করে প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দশ হাজার সিনিয়র স্টাফ নার্সসহ পাস করে বসে থাকা নার্সদের নিয়োগ দিতে প্রস্তাবিত বিধিমালা শিথিল করে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।
তিনি বলেন, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রস্তাবিত যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে এ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চিকিৎসকের চেয়ে নার্সের সংখ্যা বেশি থাকার প্রয়োজন হলেও তা নেই। বর্তমানে তিন হাজার ৭২৮টি নার্সের পদ শূন্য রয়েছে। আরও ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে সিনিয়র স্টাফ নার্সের সংখ্যা হবে ১৩ হাজার ৭২৮।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ২০০৬ সাল পর্যন্ত যারা নার্সিং পাস করেছেন তারাও এখন পর্যন্ত চাকরি পাননি। পাস করে অনেক দিন বসে রয়েছেন বিধায় এদের কারও কারও বয়স ৩০ বছর পার হয়ে গেছে। তাদের চাকরি দিতে বয়সসীমার বিষয়টি শিথিল করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নার্স নিয়েগের চারটি বিধিমালা রয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়া জটিল। এই চারটি নিয়োগ বিধিমালা সমন্বয় করে নতুন বিধিমালা করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএমএ/এইচএ