লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফেনসিডিলসহ মিজানুর রহমন কবির (২৮) নামে এক মাদকসেবীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিজিবি সদস্যরা তাকে আদিতমারী থানায় সোপর্দ করে।
এর আগে রোববার রাতে উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা সদরের ডিগ্রি কলেজপাড়া এলাকার মুর্শিদ মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানায়, রোববার রাতে ফেনসিডিল সেবন করে বাড়ি ফিরছিলেন কবির। এ সময় দুর্গাপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে তাকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে এক বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। পরে তারা সোমবার দুপুরে কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মোটরসাইকেলসহ থানায় সোপর্দ করে।
অপরদিকে, একই রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি ও শিধিরকুটি সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও দু’টি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ৪৭ হাজার চারশ টাকা।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএটি/আরএ