গাজীপুর: জেলার পূবাইল নয়ানিপাড়া এলাকায় দিনে দুপুরে শ্বাসরোধ করে সান্ত্বনা (১০) নামে একটি শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, নিহত সান্ত্বনার বাবা স্থানীয় একটি বাজারে জুতার রং ও সেলাইয়ের কাজ করেন। সোমবার সকালে সান্ত্বনা বাড়ি থেকে তার বাবার কাছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
কিন্তু পথে একটি বাঁশঝাড়ে স্থানীয়রা সকাল ১১টার দিকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সান্ত্বনার মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয়রা তার স্বজন ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সান্ত্বনাকে ধর্ষণ অথবা ধষর্ণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএ