ঢাকা: দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো নতুন অনুমোদন পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতেও একজন ট্রেজারার থাকবেন।
‘ট্রেজারার’ পদ সংযোজন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ আইন-২০১৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকর পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়। মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতেও ট্রেজারার থাকবেন। নীতিগত অনুমোদন দেওয়া খসড়া আইনে ট্রেজারার পদ ছিল না।
‘মন্ত্রিসভা মনে করে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু ট্রেজারার রয়েছেন, তাই নতুন প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়েও ট্রেজারার পদ থাকবে,’ বলেন মোশাররাফ হোসেন ভূইঞা।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএমএ/এমএ