ঢাকা: বিশ্বজুড়ে শান্তিবাদী নারী (পিস ওমেন অ্যাক্রস দ্য গ্লোব), সাংগাত, নিজেরা করি এবং প্রাগ্রসর সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ওই দিন রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের (বাংলামোটর, ১৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) জেনারেল অডিটোরিয়ামে (লিফট-৪) ‘শান্তি-সংলাপে নারী’ শীর্ষক দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল’র ‘১৩২৫’ ধারার আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে:
১. অর্থনৈতিক মুক্তি: প্রান্তিক নারীর অবস্থা ও সংগ্রাম
২. ঘরে-বাইরে নারীর যুদ্ধ
৩. সাম্প্রদায়িক সংঘাত ও নারীর ওপর এর প্রভাব
৪. আদিবাসী নারীদের অবস্থা ও অধিকার।
সভায় সাংবাদিকসহ সাধারণের উপস্থিতির আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আইএ