ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কালকিনিতে জাল টাকাসহ সরবরাহকারী চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
কালকিনিতে জাল টাকাসহ সরবরাহকারী চক্রের সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রাম থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ সেলিম বেপারি (৫২) নামে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ও সঞ্জয় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।



কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, উপজেলার শিকার মঙ্গল গ্রামের কালাচাঁন বেপারীর ছেলে সেলিম বেপারী ঢাকার কেরানীগঞ্জ থেকে জাল টাকা বানানোর কাজ শিখে আসেন। তিনি পাঙ্গাসিয়া গ্রামের ফিরে মিজানুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে মুরগির ব্যবসার আড়ালে জাল টাকা সরবরাহের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার জাল টাকার নোট উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।