সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৩ জুয়াড়িকে এক হাজার টাকা করে জরিমানা ও এক মাদক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী এসব আদেশ দেন।
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ জুয়াড়ি হলেন- উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর গ্রামের নজরুল, ঘাটিনার সিদ্দিক, চর ঘাটিনার মানিক, নতুন চাঁদপুর গ্রামের সিরাজুল, ভয়নগর গ্রামের মোক্তার হোসেন, সোহরাব, আইয়ুব, সিমলা মোড়দহ গ্রামের ডেবল, মহেশপুরের আসাদ, মরিচা এলাকার বাবলু, করিম, গাড়াদহ এলাকার মিকাইল ও জংলীপুর এলাকার আকবর।
দুই মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হলেন ভেংড়ি গ্রামের মজনু মিয়া।
পুলিশ জানায়, সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল-জরিমানা করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড