ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সদরপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
সদরপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে কেয়া মণি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



সদরপুর থানার উপ-পরির্দশক (এসআই) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, রোববার দিনগত রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের সৌদি প্রবাসী ফরিদ মাতুব্বরের বাড়িতে ‍এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ঢেউখালী ইউনিয়নের সৌদি প্রবাসি ফরিদ মাতুব্বরের মেয়ে কেয়া মণি (১৫) স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। রোববার এসএসসি’র নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরেন।

এরপর রাতে পরিবারের লোকজন হঠাৎ ঘরের আড়ার সঙ্গে কেয়াকে ঝুলতে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এস আই মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।