ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হোমিওপ্যাথিক কলেজে ইন্টার্ন ভাতা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বগুড়ায় হোমিওপ্যাথিক কলেজে ইন্টার্ন ভাতা প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মাঝে ইন্টার্ন ভাতার চেক দেওয়া হয়েছে। কলেজের ২০১২-১৩শিক্ষাবর্ষে ডিএইচএমএস চূড়ান্ত বর্ষে উর্ত্তীণ ও সফলভাবে ইন্টার্ন শেষ করা ৭৬জন ছাত্রছাত্রীকে এ ভাতার চেক দেওয়া হয়েছে।



সোমবার (১২অক্টোবর) সকাল ১১টায় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা. এস.এম. মিল্লাত হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কলেজের গভর্নিং বডি’র সদস্য ডা. আব্দুল খালেক, ডা. আব্দুর রহমান, বজলুর রশিদ, ডা. মোস্তফা আলম, ডা. সহিদুর রহমান, ডা. আয়ুব হোসেন, ডা. হুমায়ন কবির, ডা. ইয়াছিন আলী, ডা. আব্দুল আলিম, ডা. মানছুরা খাতুন, ডা. আব্দুল মতিন, ডা. আবুল মনসুর, ডা. প্রমিত কুমার মণ্ডল, ডা. মল্লিকা রানী সরকার, ডা. ফাহমিদা আক্তার ফেন্সি, ডা. কোহিনুর বেগম, ডা. মাহবুবর রহমান, ডা. শুভ, শিক্ষার্থীদের মধ্যে ডা. সাইফুল ইসলাম, ডা. পুর্নিমা রানী, শাহগাজী, তরিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।