ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সড়কের জমি লিজ নেওয়া যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
সড়কের জমি লিজ নেওয়া যাবে ছবি: সংগৃহীত

ঢাকা: সড়ক ও জনপথের অব্যহৃত ভূমি উন্নয়নমূলক কাজের জন্য লিজ নিতে পারবেন জনগণ। আর অধিদফতরের জমিতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পানি-বিদ্যুতের লাইনসহ অন্য কাজেও লিজ দেওয়া হবে।

এছাড়া অনুমতি মিলবে বিলবোর্ড ও ভাস্কর্য স্থাপন করারও।

অধিদফতরের ভূমি উন্নয়নমূলক এসব কাজে ব্যবহারের সুযোগ রেখে সড়ক ও জনপথের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

এর আগে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
 
সচিব জানান, এ ধরনের অনুমতি বিদ্যমান মহাসড়কের সড়ক সম্প্রসারণে প্রয়োজন রয়েছে, সেখানে শেষ সীমানা বরাবর লিজ দেওয়া যাবে। তবে নীতিমালায় বলা হয়েছে, লিজ দেওয়া ভূমির স্থাপনা ৪৫ দিনের নোটিশে নিজ খরচে সরিয়ে নিতে বাধ্য থাকবেন লিজ গ্রহীতা।
 
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, জনগণের প্রয়োজনে রাস্তার পাশে যাত্রী বসার স্থান করার অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রেটোল পাম্পে যাতায়াতের রাস্তার জন্য লিজ দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।