ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে মনজির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সূর্যপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মনজির সূর্যপাশা গ্রামের বিল্পব তালুকদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ির বাইরে যায় মনজির। পরে, প্রায় দুই ঘণ্টা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
পরে, বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড