ফরিদপুর: ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্থানীয় বিদ্যালয়ের ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ টেপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান।
সংশ্লিষ্টরা জানান, গোপনে সংবাদের ভিত্তিতে ওই কিশোরীর বাড়িতে অভিযান চালানো হয়। তখন বাড়িতে কিশোরীর বিয়ের আয়োজন চলছিল।
এসময় তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন আদালত।
একই সঙ্গে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না-মর্মে ওই কিশোরীর বাবা একটি মুচলেকাও দিয়েছেন।
ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমএ/