ফরিদপুর: চাকরি জাতীয়করণের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সিএইচসিপিদের চাকরি জাতীয়করণসহ সরকারি ট্রাস্ট আইনের (ঘ) ধারা বাতিলের দাবি জানানো হয়। একই দাবিতে সিএইচসিপিরা সোমবার সারাদিন কর্মবিরতি পালন করেন।
এতে আলফাডাঙ্গা উপজেলার ১৩টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন শুকুরহাটা কমিউনিটি ক্লিনিকের মানব কুমার বিশ্বাস, কুঠুরাকান্দির সানজিদা খান, চাপুলিয়ার শেখ মো. সোহেল, টিটার বিশ্বজিৎ বাগচী, যোগীবরাটের রহিমা বেগম, জাটিগ্রামের মল্লিকা দাস, পবনবেগের কল্যাণী রানী সেন, শিয়ালদীর মিলন শেখ, বারাংকুলার জালাল উদ্দিন শেখ, বাজড়ার আমেনা বেগম, বেলবানার বিপুল চাকী, উত্তর চরনারানদিয়ার ফরিদা খানম ও মাঝপাড়ার সেলিম শেখ প্রমুখ।
মানববন্ধন শেষে দাবিগুলোর সমর্থনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাইয়ুম তালুকদার।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এএ