ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

৭ দিনে অধ্যাদেশ হলে পৌর নির্বাচন দলীয়ভাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
৭ দিনে অধ্যাদেশ হলে পৌর নির্বাচন দলীয়ভাবে

ঢাকা: সরকার যদি আগামী সাতদিনের মধ্যেই দলীয়ভাবে স্থানীয় নির্বাচন আয়োজনের অধ্যাদেশ দেয় তবে আগামী ডিসেম্বরের (২০১৫ সাল) পৌরসভা নির্বাচনও দলীয়ভাবে করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।



তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের বিকাশ হবে, চর্চাও বাড়বে। সরকার যদি দলীয়ভাবে এ নির্বাচন করতে চায় তাহলে আইন সংশোধন করতে হবে। মন্ত্রিসভায় আইনের সেই খসড়াটি অনুমোদন হয়েছে এখন সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে আবার মন্ত্রিপরিষদে পাঠানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদন।

সিরাজুল ইসলাম বলেন, চূড়ান্তের পর সেটি বিল আকারে জাতীয় সংসদে তোলা হবে। আর তা যদি না হলে, অধ্যাদেশ করা হবে। সরকার যদি আগামী সাতদিনের মধ্যেই অধ্যাদেশ করে দেয় তবে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনই দলীয়ভাবে করতে পারবো।

সব নির্বাচনেই চ্যালেঞ্জ থাকে মন্তব্য করে তিনি বলেন, চ্যালেঞ্জ আগেও ছিল, এখন আছে, দলীয়ভাবে হলেও থাকবে। তবে নতুনভাবে নির্বাচন করলে কোনো অসুবিধা হবে না। এর মধ্যে আমারা সংশোধিত আইন অনুযায়ী বিধিমালাও সংশোধন করবো।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, অধ্যাদেশ কিংবা আইন প্রণয়নে দেরি হলে পৌর নির্বাচন দলীয়ভাবে করা যাবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। যেহেতু সংসদ অধিবেশন এখন নেই, হয়ত অধ্যাদেশ দ্রুতই হয়ে যাবে। কেননা সরকার যেহেতু চাচ্ছে দলীয়ভাবে নির্বাচন সেক্ষত্রে আইন বা অধ্যাদেশ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার থেকে স্থানীয় সরকারের সবস্তরের নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যানার ব্যবহার করবেন প্রার্থীরা। সোমবার স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ সংশোধন আইন-২০১৫, উপজেলা পরিষদ সংশোধন আইন-২০১৫, জেলা পরিষদ সংশোধন আইন-২০১৫ ও সিটি করপোরেশন সংশোধন আইন-২০১৫'র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি স্থানীয় সরকারের পৌরসভা সংশোধন আইনের খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ইইউডি/আইএ

** স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।