ময়মনসিংহ: ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।
এরা হলেন-জাহাঙ্গীর (২৪) ও রমিজ (২৫)।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়ার তানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) ফারুক হোসেন।
তিনি জানান, রোববার রাতে স্থানীয় তানপাড়া এলাকার দু’টি কবর থেকে কঙ্কাল চুরি করে জাহাঙ্গীর ও রমিজ। সোমবার সকালে তারা বস্তার মধ্যে কঙ্কাল দু’টি নিয়ে আসার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে তাদের আটক ও চুরি হওয়া কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বহুদিন ধরে তারা কঙ্কাল চুরি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি