মৌলভীবাজার: মৌলভীবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রিংকু বেগম (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার কাজিরবাজার এলাকায় মৌলভীবাজার-শেরপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্কুলছাত্রী রিংকু সদর উপজেলার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একরাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে দায়িত্বরত চিকিৎসক রিংকুকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড