গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে নারী নির্যাতন মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মামলার প্রধান আসামি জালাল উদ্দিনের ছেলে লাকি আহমেদ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে মিছিলের নেতৃত্ব দেন।
গত ৫ অক্টোবর কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার পোশাক শ্রমিকের স্ত্রীকে প্রকাশ্যে চুল ধরে টেনে হেঁচড়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয়। ঘটনার রাতে ওই নারী বাদী হয়ে জালাল উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ মামলার এক আসামি হোসেন খা’কে গ্রেফতার করে। প্রধান আসামি প্রভাবশালী মাছ ব্যবসায়ী জালাল উদ্দিনসহ অন্য আসামি পলাতক রয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, এ মামলার প্রধান আসামি জালাল উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, নির্যাতিত ওই নারী জানান, বিভিন্ন সময় তাদের পরিবারে লোকজনকে মামলা তুলে নিতে প্রভাবশালী জালাল উদ্দিনের লোকজন হুমকি দিচ্ছেন। তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি/