ফরিদপুর: ট্রাস্ট আইন বাতিল ও চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বোয়ালমারী উপজেলার কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- সিএইচসিপি অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম প্রমুখ।
উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারা অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি।