ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম হোসেন সানোয়ার মোল্লার (৯৩) দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
সোমবার(১২ অক্টোবর) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তিনি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকের বাবা।
সানোয়ার মোল্লার মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার চৌধুরী বাবলুসহ স্থানীয় বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
পিসি/