ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

যাজক হত্যাচেষ্টা

জেএমবি সদস্য রাব্বির স্বীকারোক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জেএমবি সদস্য রাব্বির স্বীকারোক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকারকে গলা কেটে হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জেএমবি সদস্য রাকিবুল হাসান ওরফে রাব্বি (২১)।

তিনি লুক সরকারের বাসায় ঢুকে অন্য দু’জনের সঙ্গে নিজে লুক সরকারকে ছুরি চালিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান বলে জবানবন্দি দিয়েছেন।



সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাব্বি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে রাব্বিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গত ৫ অক্টোবর সকালে তিন যুবক ঈশ্বরদীতে লুক সরকারের বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় রাব্বিসহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড

** পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ গ্রেফতার ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।