ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১ (ফাইল ফটো)

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। এ ঘটনায় মো. মামুন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।



সোমবার (১২ অক্টোবর) বিকেলে ইমিগ্রেশনের কাছ থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

কাস্টমস হাউজের সহকারী কমিশনার সন্তোষ স্মরেণ বাংলানিউজকে জানান, মোট ১ কেজি ৭শ’ ৪০ গ্রাম ওজনের ১৫টি বার নিয়ে তিনি সৌদি আরব থেকে ঢাকায় আসেন। তার ফ্লাইট নম্বর বিজি-০৩৬। পাসপোর্ট নম্বর-০৯৫১৪০৮। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এনএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।