ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন অ্যালিসন ব্লেইক

ঢাকা: বাংলাদেশে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত বর্তমান হাই কমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হবেন অ্যালিসন ব্লেইক।



সোমবার (১২ অক্টোবর) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের জানুয়ারিতে হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসতে যাচ্ছেন অ্যালিসন ব্লেইক। এর আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্ডন্ত পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন এই নারী কূটনীতিক।

বাংলাদেশে বিদেশি কুটনীতিক কোরের ডিন ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাড়ে ৪ বছর ধরে ঢাকায় দায়িত্ব পালন করছেন। তাকে রাষ্ট্রদূত হিসেবে অন্যত্র বদলি হবেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটির স্নাতক ব্লেইক ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাজ্যের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ব্লেইক।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।