কিশোরগঞ্জ: নিজের সাবেক নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের ৩ উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনায় আরো বেশি উন্নয়নকাজের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সমাবেশে এ আশ্বাস দেন।
তিনি বলেন, এই ৩ উপজেলায় সারা বছর চলাচলের উপযোগী রাস্তা করা হবে। সামনের শুষ্ক মৌসুমে এর কাজ শুরু করা হবে।
রাষ্ট্রপতি বলেন, বেড়া দিয়ে আপনাদের আটকে রেখেছে, আমাকেও বন্দি করে রেখেছে। আপনারা ইচ্ছে করলেই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই নিরাপদ দূরত্বে থাকবে হবে।
তিনি আরো বলেন, একটা সময় আমি ৩ উপজেলার বেশিরভাগ ঘরে গিয়েছি। এখন আর এটা সম্ভব না। সারাজীবন তো আমি রাষ্ট্রপতি থাকব না, সে সময় আবার আপনারা আমার কাছে যেতে পারবেন। তখন আর বাধা থাকবে না।
এ সময় রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক এ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতিকে আরো কাজের জন্য অনুরোধ করেন।
এর জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি ছিলাম চাষার ছেলে এমপি। তৌফিক রাষ্ট্রপতির ছেলে এমপি। এ সময় তিনি আরো বেশি উন্নয়নকাজের আশ্বাস দেন।
এছাড়া রাষ্ট্রপতি তার বক্তব্যে অষ্টগ্রামে তার শৈশব, শিক্ষা জীবন, রাজনীতি ও আইনি পেশাসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।
সমাবেশের আগে বিকেল পৌনে ৪টার দিকে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর উপর নির্মিত ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতু ও ম্যুরাল’ উদ্বোধন করেন।
এরআগে দুপুর ২টা ২৮ মিনিটে বিশেষ হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলা হ্যালিপ্যাডে অবতরণ করেন। পরে সেখান থেকে তাকে জেলা পরিষদের ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। ডাকবাংলোর সামনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সফরকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো এলাকা।
ডাকবাংলাতে রাত্রিযাপন শেষে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন বলে সফর সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর