ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ আহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে পুলিশ।

এতে শৈলকুপা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হাজরা ও কনস্টেবল মনির হোসেন আহত হন।



সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মধুদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজি লাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, এএসআই মনির হাজরা সন্ধ্যায় কনস্টেবল মনির হোসেনকে নিয়ে মধুদাহ গ্রামের আশানগর ব্রিজের পাশে বটতলায় মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালান।

এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে। এতে মারধরে দুই পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ইমদাদ হোসেন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।