ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী বাজারে অবস্থিত আরিফ বেকারির মালিক মো. আইয়ুব আলীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে এ দণ্ড দেন।
শরিফুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লাইসেন্স ও উৎপাদিত পণ্যের প্যাকেটের গায়ের মেয়াদ পার হওয়া এবং তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়। আইয়ুব আলী অর্থদণ্ড দিয়ে ছাড়া পান।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আইএ