মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নতুন কমিটি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা অডিটরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী ও সাধারণ সম্পাদিকা হয়েছেন যথাক্রমে সাহানা ইসলাম শান্তনা ও ফারহানা ইয়াসমীন।
গাংনী পৌর মহিলা যুবলীগের সভানেত্রী হয়েছেন লাভলী খাতুন ও সাধারণ সম্পাদিকা হয়েছেন সালমা সুলতানা।
যুব মহিলা লীগের নেতা সামিউন বাসিরা পলির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গাংনীর খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজা হক মাস্টার, মহাম্মদ মহসিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হিরা, সৈয়দা মোনালিসা হোসেন শিলা।
গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লাইলা আরজুমান শিলা, যুগ্ম আহ্বায়ক সাহিনা পারভীন পাপিয়া, মাহফুজা আক্তার, অ্যাডভোকেট রুপ শোভা মন্ডল, লাভলী খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসআর