ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে করতে এসে শ্রীঘরে বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বাল্যবিয়ে করতে এসে শ্রীঘরে বর ছবি : প্রতীকী

নড়াইল: নড়াইলে বাল্যবিয়ের আসর থেকে লাহু কাজী (১৯) নামে এক যুবককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের বাবা আকবার কাজীকে একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

   
 
পরে, বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, ১৮ বছরের আগে ওই স্কুলছাত্রীর বিয়ে না দিতে তার বাবার কাছে মুচলেকা নেওয়া হয়েছে।
 
সোমবার (১২ অক্টোবর) সন্ধায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাবরিনা সুলতানা এসব আদেশ দেন।
 
স্থানীয়রা জানায়, বাবার আপত্তি স্বত্ত্বেও এলাকার কিছু লোক ও পরিবারের অন্যদের সহায়তায় ওই স্কুলছাত্রীকে নানা বাড়িতে এনে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বর ও বরের বাবাকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।     
 
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান জানান, বর ও বরের বাবাকে কারাদণ্ড দেওয়া ছাড়াও ১৮ বছরের আগে বিয়ে না দিতে স্কুলছাত্রীর বাবার কাছে মুচলেকা নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।