নাটোর: ধর্ষণের পর এক মাদরাসা ছাত্রীকে নাটোর রেলস্টেশনে ফেলে রেখে যাওয়ার ঘটনায় রিপন নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার ডাক মণ্ডপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিপন নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনবাগ লক্ষ্মীকোল গ্রামের পূর্বপাড়ার অরুণ ফকিরের ছেলে।
গত ৩ অক্টোবর মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর নাটোর রেলস্টেশনে ফেলে রেখে যান রিপন। পরে, তাকে উদ্ধার করে রাত ১টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রিপনকে আসামি করে বগুড়ার আদমদিঘী থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৫ বাগমারা ক্যাম্পের এএসপি জামাল আল নাসের বাংলানিউজকে জানান, বিবাহিত যুবক রিপন ওই ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে নিজেকে নাটোর সরকারি কলেজের ছাত্র পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত ৩ অক্টোবর সকালে ওই ছাত্রী রিপনের সঙ্গে বেড়াতে বের হয়। বেড়ানোর কথা বলে বগুড়ার সান্তাহারের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন রিপন। রিপন সেখান থেকে রাতে ওই ছাত্রীকে রাজশাহীগামী একটি আন্তনগর ট্রেনে উঠায়। রাতের চলন্ত ট্রেনে অন্য যাত্রীরা ঘুমিয়ে পড়লে ফাঁকা জায়গায় নিয়ে সেখানেও ভয় দেখিয়ে তার ওপর চালায় যৌন নির্যাতন। এতে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে রিপন ছাত্রীটিকে নাটোর রেলস্টেশনে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রেলস্টেশন থেকে উদ্ধার করে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রিপনকে আসামি করে বগুড়ার আদমদিঘী থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমজেড